বিডি ঢাকা ডেস্ক
বাংলাদেশে বর্তমান উদ্ভ’ত পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্স এ মতিবিনিময় সভার আয়োজন করে।
বুধবার সকালে চেম্বার ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল ওয়াহেদ।
সভায় চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন বলেন, বর্তমানে আমরা ব্যবসায়ী সমাজও সংখ্যালঘুতে পরিণত হয়েছি। কেননা সারাদেশে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান যেভাবে লুটপাট হচ্ছে, ধ্বংস হচ্ছে তাতে আমরা ভালো নেই। তিনি বলেন, এখন মানুষের মধ্যে শঙ্কা-ভয় বিরাজ করছে। আপনারা হিন্দু সম্প্রদায় যে শুধু ভয় এবং শঙ্কার মধ্যে আছেন তা নয়, আমরা যারা অন্য সম্প্রদায়ের আছি তারাও ভয় ও শঙ্কার মধ্যেই আছি। আমাদেরকে এই ভয় ও শঙ্কাকে দূর করে এগোতে এবং আমাদের সম্মিলিতভাবে সমস্ত অপশক্তিকে রুখে দিতে হবে। আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চাঁপাইনবাগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী; হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী অর্জুন চৌধুরী ও সাধারণ সম্পাদক দিলীপ রায়; ব্রাহ্মণ সংসদের সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য; উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের অধ্যক্ষ শ্রীল শ্যাম কিশোর দাস, চাঁপাইনবাগঞ্জ জেলা শহরের স্বর্ণ ব্যবসায়ী পল্লব বর্মন, বাসুদেব নন্দী, রাধাবল্লব কর্মকার, চেম্বারের পরিচালক আব্দুল আওয়াল, আব্দুল বারেক, নাজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, সাবেক পরিচালক শুকুরুদ্দিন, শহিদুল ইসলাম শহিদ, বাহারাম আলী, ব্যবসায়ী মনিরুল ইসলাম মনিসহ আরো অনেকে।
সভায় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ জেলা, উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, যদি কোনো দুষ্কৃতিকারী সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরে হামলাসহ ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার জবাব দেওয়া হবে এবং তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।
চেম্বার সভাপতি সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি যে কোনো প্রয়োজনে তাকে সরাসরি অথবা মোবাইলের মাধ্যমে জানানোর অনুরোধ করেন।