বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সঙ্গে চরঅনুপনগর ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নের যোগাযোগ স্থাপনের লক্ষে মহানন্দা নদীর ওপর তড়পা ঘাটে আরো একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র একটি বিশেষজ্ঞ টিম এর সমীক্ষা চালাচ্ছেন।
মঙ্গলবার সমীক্ষা কাজ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি। এর আগে গতবছরের ১১ নভেম্বর প্রস্তাবিত সেতুটির সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন করেন তিনি।
মো. আব্দুল ওদুদ এমপি বলেন- সেতুটি নির্মাণের জন্য সমীক্ষা চলছে। আজ বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের বিশেষজ্ঞদের সম্ভাব্যতা যাচাই কাজ পরিদর্শন করেছি। সমীক্ষা শেষে বিশেষজ্ঞ দলের ইতিবাচক মতামত পাওয়া গেলে প্রায় ৫০০ মিটারের একটি সেতু নির্মাণ করা হবে। তিনি বলেন- সেতুটি নির্মাণ করা গেলে দেবীনগর ইউনিয়নের সঙ্গে চরঅনুপনগর ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।