বিডি ঢাকা অনলাইন ডেস্ক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা
পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক,
ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য
৩০ জুন ২০২২ ইং তারিখ ১৩০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর
থানাধীন পৌরসভাস্থ উত্তর ভবানীপুর (নয়াগোলা) মেসার্স লামিসা ট্রেডার্স প্রোঃ মোঃ মাসুম আলী এর
ধানের গুদামের সামনে কাঁচা রাস্তার উপর নয়াগোলা হতে আতাহার বাজারগামী পাকা রাস্তার উত্তর পাশর্^
হতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক
বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট- ৬২৫ (ছয়শত পঁচিশ) পিচ, (খ) মোবাইল ফোন-
০১(এক)টি, (গ) সীমকার্ড-০১(এক)টি এবং (ঘ) নগদ ১০০০/-(এক হাজার) টাকা সহ আসামী ১। মোঃ ইমন
(২০), পিতা-মোঃ ফিরিং, মাতা-মোছাঃ নীলা বেগম, সাং-আলিনগর (ভুত পুকুর), থানা-ও জেলা-
চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য ঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্
মিডিয়া’কে অনুরোধ করা হলো।