শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৩০৪ গ্রাম হেরোইনসহ দুই জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম (অধিনায়ক, র‌্যাব-১২) সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২ ডিসেম্বর দুপুর ১২টায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় ও র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০৪ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সঙ্গে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ৩টি মোবাইল ফোন ও নগদ ৫,১১০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি- মো সিহাব আলী (৩০), পিতা- মো. উজ্জল আলী, সাং-পরমন্দপুর, ওয়ার্ড নং-৯। অপর জন হলেন মৃত বাদশা আলীর কন্যা মোছা. সেলিনা বেগম, সাং-মাদারপুর, ৩ নং ওয়ার্ড। উভয়ের থানা গোদাগাড়ী ও জেলা রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগেরমাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। এছাড়াও মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিতে র‌্যাব-১২ কে তথ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com