সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ১৮১৮ বার পঠিত

সিলেটের বালাগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদরের হাসামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম হাসান আহমদ (২৫)। মুদি দোকানের পাওনা টাকা চাওয়ায় তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান আহমদ বাড়িতে মুদি দোকান চালাতেন। দোকান থেকে স্থানীয় লোকজন সদাই কিনতেন। মঙ্গলবার রাতে একই গ্রামের রাহি আহমদ নামে এক ব্যক্তির হাসানের দোকানে বাকিতে মাল নিতে আসেন। এ সময় হাসান পূর্বের পাওনা টাকা চাইলে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দোকানের সামনে হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রাহি। আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার নিহত হাসানের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসানের ছোট ভাই হোসাইন আহমদ বলেন, লাশ দাফনের পর থানায় মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com