
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পারকালীনগর গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫৬) ও লক্ষ্মীনারায়ণপুর গাজীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৫০)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, কালীনগর গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার জন্য জন্য অবস্থান করার সংবাদ পেয়ে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৯৫০ গ্রাম গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ নাসির উদ্দিন ও বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়।