বিডি ঢাকা ডেস্ক
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন পুলিশ। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যারমধ্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মুঠোফোন রয়েছে বলে জানান পুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব ও মিন্টু মিয়া।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ৮ ডিসেম্বর রবিবার রাতে পিরোজপুর ইউনিয়ন মেঘনা টোল প্লাজা এলাকায় সমন্বয়কদের গাড়িতে ছিনতাইকারীরা হামলা করে মানিব্যাগ, মোবাইল ছিনতাই করেন। পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাই মোবাইলসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে।আসামিদের বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।