চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখ হাসিনা সেতু এলাকায় একটি মাঠের মধ্য থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। নিহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর- ইসলামপুর গ্রামের মৃত কোরবান হোসেনের ছেলে বাবু (৩৮)। ১০ আগস্ট মঙ্গলবার বেলা সোয়া ১২ টার সময় সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন লাশ উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন। এদিকে লাশ উদ্ধারের ঘটনাস্থল ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরবর্তী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করার নির্দেশ দেন। স্থানীয় এলাকাবাসী ও জসিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ইট দিয়ে আঘাত করে বাবুকে হত্যা করা হয়েছে। গত রাতে ২৫ হাজার টাকা ১জনকে দেবার কথা বলে বাসা থেকে বের হয়েছিল বাবু। এরপর সকালে মাঠে তার লাশ পড়ে ছিল। তবে লাশের কাছে কোন টাকা ছিল না।