বিডি ঢাকা ডেস্ক
স্বর্ণের দাম দুই সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স দুই হাজার ৬৪৯ দশমিক ৭৩ ডলার হয়েছে, যা ডিসেম্বর ১৮-এর পর সর্বোচ্চ। মার্কিন গোল্ড ফিউচারস শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ২,৬৬৩ দশমিক ২০ ডলার হয়েছে।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের কেনা-বেচা বেড়ে যাওয়া এর দর বাড়ার পেছনে সরাসরি ভূমিকা রেখেছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের দর কমে যাওয়া এর প্রধান কারণ। একইসঙ্গে, ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে নেতিবাচক সিদ্ধান্ত এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শুল্ক নীতি এই দর বাড়ার পেছনে ভূমিকা রাখছে। মার্কিন ১০ বছরের বন্ডের দর কমায় স্বর্ণের প্রতি ক্রেতার আকর্ষণ বাড়ছে, কারণ এটি মুনাফা দেয় না।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা এবং আর্থিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণের প্রতি ঝুঁকছেন। ২০২৪ সালে সুদের হার কমানো, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং ভূরাজনৈতিক উত্তেজনা মূল্যবান এই ধাতুটির দরকে রেকর্ড উচ্চতায় নিয়ে গিয়েছিল, যা বছরে ২৭ শতাংশ বেড়ে যায়।
বিশ্লেষকরা বলছেন, নতুন বছরের শুরুতে মুনাফা সমন্বয়ের পর স্বর্ণের দাম ফের বাড়তে থাকে। ২০২৫ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ডলার পর্যন্ত হতে পারে বলে অনুমান করছেন। অন্যান্য ধাতুর মধ্যে রুপার দর ২ দশমিক ১ শতাংশ বেড়ে ২৯ দশমিক ৪৮ ডলার, প্লাটিনামের দর ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৯২২.৮৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৩ শতাংশ বেড়ে ৯২২.০৪ ডলার হয়েছে।