অনলাইন নিউজ : দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। মঙ্গলবার নতুন করে করোনায় আরও ২০৬ জন আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে ৩ জন। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৯০৪ জন মারা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৩৬৫ জন সুস্থ হয়ে উঠেছে। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৪৬ জনই ঢাকা বিভাগের যা মোট আক্রান্তের অর্ধেকের বেশি। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে এক জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রামের। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।
সারা দেশে মোট ১৬ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ৪১২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ, যা আগেরদিন ১ দশমিক ২৮ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত অনুযায়ী মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী। তারা সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মধ্যে ২ জনের বয়স ৬০ বছরের বেশি এবং ১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
দেশে করোনায় প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু হয়েছিল।
এ জাতীয় আরো খবর..