বিডি ঢাকা ডেস্ক
পূর্বের নেটওয়ার্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের থেকে নতুন সরবরাহকারীর কাছে সিস্টেম হস্তান্তর করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এমন প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বিত ভ্যাট প্রশাসনিক ব্যবস্থা বা আইভাস চার দিন বন্ধ থাকবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের নেটওয়ার্ক সরবরাহের জন্য নিযুক্ত ভেন্ডর প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেড পূর্ববর্তী সরবরাহক এক্সেস টেলিকম (বিডি) লি. এর কাছ থেকে নেটওয়ার্ক বুঝে নেয়া, সচল ও সম্পূর্ণ অনলাইন করার জন্য ৯৬ ঘন্টা (৪ দিন) সময় প্রয়োজন বলে জানিয়েছে উভয় প্রতিষ্ঠান।
এতে বলা হয়, নেটওয়ার্ক ও ডিএনএস পরিবর্তন কার্যক্রমের জন্য আইভাস (iVAS) টিম, সফটওয়্যার ভেন্ডর প্রতিষ্ঠান এফপিটি আইএস কোম্পানি লিমিটেড, এক্সেস টেলিকম (বিডি) লিমিটেড ও বিডিকম অনলাইন সমন্বিতভাবে কাজ করছে। এরই প্রেক্ষিতে, আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭ টা থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মোট ৯৬ ঘন্টা আইভাস এর সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি আইভাস সিস্টেম সংশ্লিষ্ট সকল করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের অবহিত থাকা প্রয়োজন।
এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সংক্রান্ত ঘটনায় যেন সমস্যা তৈরী না হয়, সেক্ষেত্রে উল্লিখিত সময়ের পূর্বেই অথবা পরে আইভাস সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট সকল করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরী কার্যক্রমসমূহ সম্পন্ন করার জন্য এনবিআর থেকে অনুরোধ করা হয়েছে।