বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

৭৭ যানবাহনে আগুন:ডিএমপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত
৭৭ যানবাহনে আগুন:ডিএমপি
ফাইল ফটো

অনলাইন নিউজ : বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশতাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া পুলিশ বক্সেও দেওয়া হয় আগুন।

ডিএমপির দেওয়া তথ্য বলছে, শনিবার সকাল ১১টা ২০ মিনিটে রমনা পার্কের বিপরীত দিকে এনএসআই ব্যারাকের সামনের সড়কে বৈশাখী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। সাড়ে ১২টার দিকে কাকরাইলে একটি বাস ভাঙচুর করেন বিএনপি নেতাকর্মীরা।

দুপুর দেড়টার দিকে কাকরাইলে আইডিইবি ভবনের নিচতলায় দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুন দেওয়া হয় কাকরাইল জাজেস কমপ্লেক্সের সামনের পুলিশ বক্সে।

দুপুর ২টা ১০ মিনিটে কাকরাইল মোড়ে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। তিনটার দিকে আইডিইবি ভবনের নিচে আরও দুটি গাড়ি ও বিজয়নগরে একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়। বিজয়নগরে বধির উচ্চবিদ্যালয়ের সামনে ডিএমপির দুটি কেবিন গাড়িতে আগুন দেওয়া হয়।

ডিএমপি আরও জানিয়েছে, বিকেল ৩টা ১৫ মিনিটে শান্তিনগর মোড়ে চারটি দোকান ভাঙচুর ও চারটি দোকানে আগুন দেওয়া হয়। একই সময়ে শান্তিনগর পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়। এ সময় শান্তিনগর মোড়ে পুলিশের সাতটি মোটরসাইকেল ছাড়াও একটি কনটেইনারে আগুন দেওয়া হয়।

এরপর বিকেল ৩টা ২০ মিনিটে ফকিরাপুল পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে রাজারবাগে পুলিশ হাসপাতালের পার্কিং এলাকায় থাকা তিনটি অ্যাম্বুলেন্স, তিনটি জিপগাড়ি, একটি আইসিইউ অ্যাম্বুলেন্সসহ ৯টি গাড়ি ও ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। একই সময় পুলিশ হাসপাতালের বাইরে রাখা পুলিশের ৭টি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

বিকেল ৩টা ৪০ মিনিটে মালিমাগ মোড় পুলিশ বক্স ও সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়িতে আগুন দেওয়া হয়। ওই সময় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে টায়ার জ্বালানো হয়। রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে ১০টি ভ্যান ও রিকশায় অগ্নিসংযোগ করা হয়।

বিকেল চারটার দিকে মৌচাক মোড়ে ঝুলন্ত ব্যানারে ও মৌচাক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পাইওনিয়ার সড়কে বিভাগীয় কমিশনার কার্যালয়ে উল্টো দিকের ফুটপাতে একটি পিকআপে আগুন দেওয়া হয়। একই সময় সেগুনবাগিচা কাঁচা বাজারের সামনে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

বিকেল ৪টা ২০ মিনিটে রাজারবাগে একটি কাভার্ড ভ্যানে আগুন ও রাজারবাগ মোড় পুলিশ বক্সে ভাংঙচুর চালানো হয়। রাজারবাগ মুক্তিযুদ্ধ জাদুঘরের পাশের সড়কে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। কমলাপুর রেলস্টেশনের সামনে পুলিশের গাড়ি ও কমলাপুর ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ।

বিকেল পৌনে পাঁচটার দিকে মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। বিকেল পাঁচটায় শাহজাহানপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসেও আগুন দেওয়া হয়।এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে পাঁচটার দিকে কাকরাইলে আছিয়া পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় রাজারবাগের মুক্তিযুদ্ধ জাদুঘরে। খিদমাহ হাসপাতালের সামনে মিডল্যান্ড পরিবহন নামে একটি ও পুলিশ কনভেনশন হলের সামনে বসুমতী পরিবহনের এক বাসে অগ্নিসংযোগ করা হয়।

পৌনে ছয়টার দিকে কমলাপুরে দুটি বাসে আগুন দেওয়া হয়। একটি এশিয়া অন্যটি এস আলম পরিবহনের। একই সময় মিরপুরের কালশীতে ট্রাস্ট পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com