বিডি ঢাকা অনলাইন ডেস্ক
একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর- ভোলাহাট) আসনে নির্বাচিত হওয়ার ৮ মাস অতিবাহিত হলো সংসদ সদস্য মু. জিয়াউর রহমানের। এই সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং তার নির্বাচনী এলাকায় উন্নয়নের লক্ষে গৃহীত পদক্ষেপ জনসাধারণের কাছে পৌঁছে দেয়ার জন্য সংবাদ সম্মেলন করেছেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান এমপি বুধবার সকালে রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, চলতি বছরের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। জয়লাভের পর তিনি এলাকায় উন্নয়ন কাজ করে চলেছেন। এছাড়া তার নির্বাচনী এলাকা অর্থাৎ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সমস্যা-সম্ভাবনা, সমাধান ও নানামুখী উন্নয়নের পদক্ষেপসহ বাস্তবায়নের চিত্রগুলো তুলে ধরেন তিনি। এই অল্প সময়ে এ আসনের তিন উপজেলা ও দুটি পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, চলমান কর্মকা-ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ প্রদান, রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, রহনপুরে অনার্স কোর্সের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র চালু, সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ, রহনপুর পৌর এলাকায় প্রধান সড়কে যানজট নিরসনে বিকল্প রাস্তা নির্মাণে পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়া রহনপুরে শুল্ক স্টেশন তথা রহনপুর রেলবন্দর বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নিকট যৌক্তিকভাবে দাবি উত্থাপন করবেন বলে সংবাদ সম্মেলনে তিনি জানান।
জিয়াউর রহমান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব। সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই অংশ হিসেবে জয়লাভের কয়েক মাসে তিনি এলাকায় এসব উন্নয়ন করতে সক্ষম হয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিল ছিলেন- গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দীন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফফার মুকুল ও সাধারণ সম্পাদক ইয়াশিন আলী শাহ, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান পিয়ার জাহান, গোলাম কিবরিয়া হাবিব ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জিয়াউর রহমান বলেন, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের বিষয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অবকাঠামো উন্নয়নে পুলিশের বিভাগীয় তত্ত্বাবধানে প্রক্রিয়া চলমান রয়েছে। অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ যোগাযোগ করলে পদক্ষেপ নেয়া যাবে। পর্যটনকেন্দ্র স্থাপন ও প্রতœতত্ত্ব বিভাগের সহায়তায় পুরোতন নিদর্শন সংরক্ষণে ব্যবস্থা নেয়া হবে। তিন উপজেলার গোরস্থান নির্মাণে তার ভূমিকা থাকবে বলে তিনি উল্লেখ করেন।
রেললাইন সম্প্রসারণ ও মাদক নির্মূলে তার শক্তিশালী ভূমিকা থাকবে বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি।