চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২১ বছর ধরে শিক্ষকতা করেও পাননি কোন বেতন-ভাতা, অর্থাভাবে পাচ্ছেন না চিকিৎসা” এমন শিরোনামে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারিত হলে তা নজরে আসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার। সংবাদটি পড়েই সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের মাধ্যমে খোঁজ নিয়ে কিছু খাবার ও ঔষধ নিয়ে সেই অসুস্থ শিক্ষক মো: তারিফ হোসেনের বাড়িতে ছুটে যান সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এসময় তিনি সেই শিক্ষকের খোঁজ খবর নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেও বেতন-ভাতা না পাওয়া এবং অর্থাভাবে চিকিৎসা না হওয়ার ব্যাপারে সমবেদনা জ্ঞাপন সহ চিকিৎসা ও আশ্রয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পরবর্তীতে তাঁর চিকিৎসায় সহযোগীতার জন্য সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক পরিচালিত রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে আরো প্রয়োজনীয় ঔষধ প্রদানেরও আশ্বাস দেন সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।