নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের চলমান মাদকবিরোধী অভিযানে ২ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ ১ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়ই গাছি গ্রামের মৃত কসেনের ছেলে মারুফ হোসেন (৪২)।
জানা গেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার জানতে পারে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর বাজারে ভোলা মোড়ল’র কসমেটিকের দোকানের সামনে মাদক নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে।
খবরটি পাবার পর দ্রুত ঐ এলাকায় ২৮ জুন সোমবার দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে মারুফকে আটক করতে সক্ষম হয় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। – কপোত নবী।