নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য জারা জাবিন মাহবুব এর সার্বিক উদ্যোগে ও হেল্প চাঁপাই নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। ১১ জুলাই রোববার বিকেল ৪ টার দিকে এসব সামগ্রী গ্রহণ করেন, জেলা সিভিল সার্জন ডা.জাহিদ নজরুল চৌধুরী। ওষুধ সামগ্রীগুলো ফেসবুক ভিত্তিক সংগঠন হেল্প চাঁপাই’র প্রতিনিধিরা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমএ সভাপতি ডা. দুররুল হুদা, জেলা স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, সদর আধুনিক হাসপাতালের আরএমও নূরুন নাহার। আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য এএইচএম ফায়জার রহমান কনক, হেল্প চাঁপাই এর অন্যতম সংগঠক ও যুবলীগ নেতা জিলহাজ বাবুসহ অন্যরা। উল্লেখ্য, এর আগেও সম পরিমান টাকার ঔষধ ও চিকিৎসা সামগ্রী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক জারা জাবিন মাহবুব। হাসপাতাল ও সিভিল সার্জন কর্তৃপক্ষও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।