ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে স্মরণ কালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর এলাকার পুরাতন বাজারে আগুনে অর্ধ শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। ১০ কোটি টাকার ক্ষতির আশংকা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে জেলা শহরের সদরঘাট এলাকার পুরাতন তহা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে এবং মুহূর্তেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে বাজারের প্রায় ৫০টি গার্মেন্টস, মুদিখানা ও অন্যান্য দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ উপজেলা, গোদাগাড়ী উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস ও পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপ পরিচালক আব্দুর রশিদ বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টা পর সন্ধ্যা ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তিনি জানান, তদন্তের পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয় নিশ্চিত করে বলেন, বিকেলে কাসেম জর্দার দোকান থেকে বিদ্যুৎ এর সর্ট-সার্কিটের কারনে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকান্ডে ছোট বড় মিলিয়ে অর্ধ শতাধিক দোকানে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এবিষয়ে সঠিক তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে সার্বিক বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।