গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও দুঃআ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে গোমস্তাপুর উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কর্তণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাসসহ আওয়ামী লীগ,যুবলীগের ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।