শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

নাচোলে ১১’উদ্যোক্তার মাঝে বিআরডিবির পল্লী উদ্যোক্তা ঋণবিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২২৮ বার পঠিত

অলিউল হক ডলার,নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিআরডিবি’র আয়োজনে পুরুষ-নারী ১১ উদ্যোক্তার মাঝি ১১লাখ ৫০ হাজার টাকার চেক পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়েছে। “এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ ” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় বিআরডিবি হলরুমে পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ১১ উদ্যোক্তার মাঝে ১১ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন । পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ জানান, কভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের আওতায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে লক্ষ্য করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর অনুকূলে ২০২০-২১ অর্থবছরে প্রণোদনা স্বরূপ সারাদেশে ৩০০শ’ কোটি টাকার মধ্যে প্রথম ধাপে দেড়শ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রথম ধাপে নাচোল উপজেলায় ১১ উদ্যোক্তার মাঝে ১১ লক্ষ ৫০ হাজার টাকার পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ করা হলো । এর মধ্যে ৯জন উদ্যোক্তাকে এক লাখ করে, ১জনকে দেড় লাখ এবং একজন নারী উদ্যোক্তাকে এক লাখ টাকার ঋণ দেয়া হয়েছে। তিনি আরো জানান, দুই বছর মেয়াদী বার্ষিকী ঋণের শতকরা ৪% সেবামূল্য ১৮ কিস্তিতে সেবা মূল্যসহ মূলধন পরিশোধ করতে হবে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com