ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে কমলি হেমব্রোম (৩০) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি হাট বাকইল গ্রামের রাসেল টুডুর স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত সিনিয়র নার্স হোসনেয়ারা ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৫ আগষ্ট) ভোর সাড়ে ৪ টার দিকে হাটবাকইল গ্রামের নিজ ঘরের শয়নকক্ষে ঘুমিয়ে থাকার সময় কমলির হাতে সাপে কামড় দেয়। এতে করে করে সে অসুস্থ হয়ে পড়লে বাড়িতে কবিরাজ দিয়ে ঝাঁড়-ফুক দেয়। কিন্তু এতে অবস্থার কোনো উন্নতি না হলে বেলা সাড়ে ১০ টার দিকে ভ্যানে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে আনা হয়। এখানে ইনজেকশন দেয়া হলেও কোন উন্নতি না হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথেই বেলা ১২ টার দিকে মারা যায় গৃহবধূ কমলি হেমব্রোম।