ফয়সাল আজম অপু :চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ডিবির ওসি বাবুল উদ্দিন সরদারের নির্দেশনায় ও চৌকস এসআই আজগরের নেতৃত্বে এসআই আরিফুল ও এসআই মাহফুজকে সাথে নিয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল ১২’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জেলা পুলিশের তথ্য মতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চামা ভান্ডার গ্রাম এলাকা থেকে মঙ্গলবার (১৭ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১২’শ পিস ইয়াবা ট্যবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে সংগীয় ফোর্স নিয়ে ডিবির এসআই আজগর। আটককৃত মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের মনিরুল ইসলাম লুটুর ছেলে সোহেল রানা (৩০)। অপরদিকে অপর অভিযানে সদর উপজেলার বিশ্বরোড মোড়ে বুধবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে এসআই আজগরের নেতৃত্বে ডিবি পুলিশের একই চৌকস দল ৩ কেজি গাঁজা সহ অপর ২ মাদক ব্যবসায়ীকে সুকৌশলে আটক করতে সক্ষম হয়। তারা হলো, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-বৈরাগীপাড়ার আফজাল হোসেনের ছেলে ফজল হক (২৭) ও সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর-খোনাপাড়া গ্রামের মৃত আনসার আলির ছেলে ডলার আলি (৩০)। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানা যায় জেলা পুলিশ সুত্রে।