ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর (উপরধুমি) গ্রামের আম বাগানের ভিতরে কবর স্থানের পাশ থেকে ঈশা নামের এক প্রতিবন্ধী যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রতিবন্ধী যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের রেজাউল ইসলাম কালুর ছেলে মোঃ ঈসা আলী (২২)। এলাকাবাসী সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল ৮ টার দিকে কবর স্থানের পাশে একটি ডোবায় উলঙ্গ অবস্থায় প্রতিবন্ধী ঈশার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার তদন্ত অফিসার মিন্টু রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মুঠোফোনে বলেন, প্রতিবন্ধী ঈসার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।