ফয়সাল আজম অপু : আজ শুক্রবার (২৬ আগষ্ট) বাদ জুম্মা শহরের রামকৃষ্টপুর মৃধাপাড়া গোরস্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মইনুদ্দীন মন্ডলের আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের একমাত্র মেয়ে ফারহানা বিলকিস (মৌসুমি) মৃধাপাড়ায় মরহুম পিতার কবরে ফাতেহা পাঠ ও স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার শিশুদের মধ্যে দুপুরের খাবার ব্যবস্থা করে। এ সময় উপস্থিত ছিলেন মরহুম মইনুদ্দীন মন্ডলের ভাই ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মর্তুজা মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান (বাবু মন্ডল), জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন সহ পরিবারের অন্যান্য সদস্যরা। মরহুমের কবরে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুস সাত্তার। দোয়া শেষে মৃধাপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন পরিবারের সদস্যরা।