গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর-আড্ডা সড়কের মাধাইপুরএ দুর্ঘটনা ঘটে। রহনপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ওই সড়কের ওইস্থানে মাহেন্দ্রা-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে অটোযাত্রী উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলাউদ্দীন(৭০) গুরুত্বর আহত হয়। আহতাবস্থায় তাকে রামেক হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।