মোঃ হারুন অর রশিদঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।এদিন করোনা ইউনিটে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন, করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন এবং করোনা নেগেটিভ হয়েও ১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৭ জন নারী।রোববার (২৯ আগস্ট) সকাল ৮ টা থেকে আজ সোমবার (৩০ আগস্ট) সকাল ৮ টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এক দিন আগে রোববার হাসপাতালের এই ইউনিটে ৭জন মারা যান।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সকালে এসব তথ্য জানিয়ে বলেন , গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাই নবাবগঞ্জের ২ জন,নাটোরের ৫ জন এবং নওগাঁ,পাবনা ও মেহেরপুরের একজন করে মারা গেছেন।পরিচালক আরও জানান,গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন।একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন।বতর্মানে করোনা ইউনিটে ৪১৮ বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ১৬১ জন।