নিজস্ব সংবাদদাতা : ১৬শ বিসিএস ফোরামের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান। আর মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ডিআইএর উপ-পরিচালক ড. রেহেনা খাতুন। ফোরামটিতে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেখানে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ।
গত শনিবার রাতে ভার্চুয়াল কাউন্সিল অধিবেশনে সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। ফোরামের মহাসচিব ড. রেহেনা খাতুন দৈনিক সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নির্বাচিত হওয়ার পর সদস্যদের প্রতি দায়বদ্ধতা বেড়ে গেল। আমরা কমিটির মেয়াদকালীন সময়ে সদস্যদের কল্যাণের জন্য কাজ করবো।
জানা গেছে, ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হুমায়ূন কবির সাবজেক্ট কমিটির আহ্বায়ক ছিলেন। নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এ জাতীয় আরো খবর..