নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান হেরোইনসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল ( ০২ অক্টোবর ২০২১ )ইং তারিখ দুপুর ১২:৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৮নং শাহাজানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামস্থ জনৈক আক্তার হোসেন এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, ৫০০ গ্রাম হেরোইনসহ (যাহার আনুমানিক মূল্যে ৫০ লক্ষ টাকা) মোবাইল আসামী মোঃ শহিদুল ইসলাম (৪৫) কে হাতেনাতে আটক করে। আটক মাদক ব্যবসায়ী জেলায় সদর থানাধীন হাকিমপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।