অনলাইন নিউজ : জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হচ্ছে।
এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সীগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি’র পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান জানিয়েছেন।
কুমিল্লার একটি পূজা মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগে কুমিল্লা, চাঁদপুর ও মৌলভীবাজারে বিক্ষোভ ও সহিংসতার খবর পাওয়া গেছে।
চাঁদপুরের হাজীপুরে সহিংসতায় পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুলতান মাহমুদ জানিয়েছেন।