শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা নবজাগরণ সংঘ মন্দির পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে একদল দুর্বৃত্ত হঠাৎ করে হামলা চালিয়ে মণ্ডপের বাইরের প্যান্ডেল ভাঙচুর ও ইটের আঘাতে প্রতিমার মুখের সামান্য অংশ ক্ষতি করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ৯টার দিকে শতাধিক স্থানীয় যুবক হঠাৎ করে মন্দিরে হামলা করে। প্রথমে তারা মন্দিরের বাইরের প্যান্ডেল ভাঙচুর করার পর প্রতিমা ভাঙচুরের চেষ্টা চালায়। কিন্তু লোকজন থাকায় তা করতে পারেনি। তবে প্রতিমাকে লক্ষ্য করে ইট মারলে প্রতিমার মুখের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। মূল মণ্ডপের তেমন ক্ষতি হয়নি। হামলার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, মনাকষা নবজাগরণ সংঘ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবির চন্দ্র সাহা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ১০ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। কুমিল্লার ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন ওসি ফরিদ হোসেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি জানান, ভেঙে দেয়া মূল গেট ও প্রতিমা মেরামত করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সনাতন সম্প্রদায় যেন সঠিকভাবে তাদের পূজা পালন করতে পারে সে জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।