সবনম হাফিজ : গার্মেন্টস শ্রমিকদের উৎসব ছুটির প্রতিক শ্রমিক কাঞ্চন মিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে!!! ডায়েলেসিস চলছে, খাওয়া প্রায় বন্ধ, গতকাল থেকে কথা বলতে পারছেনা গলার স্বব্দ আসছেনা। জ্বরও আসছে থেমে থেমে। ইনফেকশন সারা শরীরে ছড়ায় গেছে। ২১ তারিখের রিপোর্ট ক্রিটেনিন ১০.১২.।
অনেক অনেক কষ্ট করে শ্রমিক কাঞ্চন মিয়া শ্রমিক নেতা জলি তালুকদার, শবনম হাফিজকে চিন্তে পেরে হাতে হাত রেখে বলেন কেয়ামত পর্যন্ত আমার বোইন, আমার উপর যে অন্যায় হয়েছে শ্রমিকদের সঙ্গে নিয়ে এর জবাব দিতে হবে!!! যাতে আর কোন শ্রমিকের উপর অন্যায় না হয়….
এ জাতীয় আরো খবর..