নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালপুর এলাকায় এ দুঘটনা ঘটনা ঘটে।নিহত সিরাজুলের বাড়ি রাজশাহী নগরীর মোন্নাফের মোড় এলাকায়। এ দুঘটনায় মটরসাইকেলের আর এক আরোহী মজিবুর রহমান গুরুতর আহত হয়েছেন।প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৩ টার দিকে মোটরসাইকেল আরোহীরা রাজশাহীর দিকে যাচ্ছিলেন।তাদের মটরসাইকেলটি রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের গোপালপুর এলাকায় পৌছালে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক মারা যান এবং অপরজন আহত হয়। এসময় ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।