মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল (২৯ নভেম্বর ২০২১) ইং তারিখ সন্ধা ০৭:৪৫ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৫নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঝিল্লিপাড়া গ্রামের জনৈক প্রফেসর মনিরুল ইসলামের বাড়ীর সামনে পাঁকা রাস্তার পূর্ব পাশে বাঁশঝাড়ের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৮৪০ গ্রাম হেরোইন সহ মোঃ মফিজ (৪৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।আটক ব্যক্তি জেলার শিবগঞ্জ থানাধীন রসুলপুর গ্রামের মৃত ফজলুর ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।