বিমানবন্দরে শ্রিংলাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।শ্রিংলার ঢাকার সফরের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এ সফরের শুরুতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করবেন ভারতীয় প্রতিপক্ষ। এরপর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।জানা গেছে, মঙ্গলবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা।বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এদিনই শ্রিংলা দিল্লি ফিরে যাবেন।
এ দিকে সংবাদমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৫ ডিসেম্বর ঢাকায় আসবেন। ওই সফরের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করছেন।