নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজা ও ২১০০লিটার চোলাইমদসহ শ্রী মোনা দাস (২৪) নামে একজনকে আটক করেছে। আটক শ্রী মোনা দাস জেলার গোমস্তাপুর থানার মুক্তাসা হলপাড়া গ্রামের শ্রী অজিত দাস ও শ্রীমতি কল্পনা রানী দাসের ছেলে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জেলার গোমস্তাপুর থানার মুক্তাসা হলপাড়া গ্রামের জনৈক অজিতের বাড়ির গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাজা ও ২১০০লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শুক্রবার ২টা ৩০ মিনিটে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজা ও ২১০০লিটার চোলাইমদসহ শ্রী মোনা দাসকে আটক করা হয়।
এ ঘঁটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।