অগ্রহায়ণের শুরুতেই শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। এ সময় সাধারণত এমন ঠান্ডা অনুভূত হয় না। অগ্রহায়ণের শুরুতে রাত গভীর হতেই কনকনে শীত কাঁথা কম্বল নিতে বাধ্য করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার পাশাপাশি ঝিরঝির শিশির কণায় মাটি ভিজে যাচ্ছে।
সর্বনি¤œ ১০ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। মধ্যরাত থেকে ভোরের সূর্যের আলো ফোটার আগ পর্যন্ত সবকিছুই ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকছে। ঘন কুয়াশার কারনে কর্মজীবি মানুষেরা পড়ছে চরম বিপাকে। এদিকে আগাম ঠান্ডার কারনে লেপ-তোষকের দোকানেও ভিড় বেড়েছে। গত কয়েকদিন আগেও কারিগররা বসে দিন কাটিয়েছে। কয়েকদিনের ব্যাবধানে হঠাৎ শীত বেড়ে যাওয়ায় কারিগরদের ব্যস্ততা বেড়েছে।
মোঃ ফারুক হোসেন বলেন, কুয়াশা ও বাতাসে ঠান্ডা বেড়ে গেছে। ঠান্ডার কারণে লেপ তোষকের চাহিদাও বেড়েছে। বেশ কিছুদিন থেকে দোকানে কাজ বেড়ে যাওয়ায় ব্যস্ত থাকতে হচ্ছে।
রিক্সাচালক মোঃ আবুল হোসেন বললেন শীতের তীব্রতার কথা। গতবছরেও এসময় এমন শীত লক্ষ্য করা যায়নি। এবছর অগ্রাহায়ন মাসের শুরু থেকেই শীতের তীব্রতা দেখা যাচ্ছে। শীত বেশি থাকলে রিক্সা নিয়ে বের হওয়া কষ্ট হয়ে যায়। তবুও পেটের দায়ে কাজে বের হতে হয়।
সবজী চাষি মোঃ এহসান আলী বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিন সকাল সকাল সবজীর জমিতে যেতে হয়। কাজ না করলে আমাদের সংসার চলে না। অতিরিক্ত কুয়াশা ও প্রচ- ঠান্ডা বাতাসের কারণে হাত পা অবশ হয়ে যাচ্ছে। শীতের পোষাক বিক্রেতা মোঃ রমজান আলী বলেন, ঠান্ডার কারণে শীতের পোষাক ব্যাপকহারে বিক্রি হচ্ছে।