নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ হোসেন (১৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌণে ১১ টার দিকে রাজশাহী কাকনহাট সড়কের সুলিতলা এলাকায় এই দূর্ঘনাটি ঘটে। নিহত ফিরোজ হোসেন রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এঘটনায় রায়হান আলী নামে আরেক যুবক গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, বেলা পৌণে ১১ টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে রাজাশাহী থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন।এসময় তাদের মটরসাইকেল সুলিতলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাজশাহী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাটি দামকুড়া ও গোদাগাড়ী থানার মাঝামাঝি এলাকায় ঘটেছে। যদিও সেটি গোদাগাড়ী থানার সীমানার মধ্যে পড়ছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রলিটি আটক করলেও চালক পলাতক অবস্থায় রয়েছে।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।