বিডি ঢাকা ডট কম নিউজঃ কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারীকে গ্রেপ্তার করেছে। এসময় জুয়া খেলার সরঞ্জাম, তাস ও টাকা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে কাশিয়াডাঙ্গা গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
জানা গেছে, আরএমপি কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই শাহীনুর ইসলাম সঙ্গীয় অফিসারসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাশিয়াডাঙ্গা গোবিন্দপুর এলাকা অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ সাইদুর রহমান (৪২), পিতা-মৃত আঃ জলিল, মোঃ ইব্রাহিম হোসেন (৪১), পিতা-মৃত মিয়ালাল, মোঃ মাসুদ (৪২), পিতা-মৃত আঃ রশিদ, মোঃ মোস্তাকিন (৪০), পিতা-মৃত আঃ মজিদ, মোঃ রবিউল ইসলাম (৩৯), পিতা-মোঃ নুরুল হক, সর্ব সাং-গোবিন্দপুর, থানা-কাশিয়াডাঙ্গা।
জুয়া খেলার সরঞ্জাম ০২ সেট তাস, প্লাস্টিকের বস্তা ও জুয়ার খেলার নগদ ২,২৮০/- (দুই হাজার দুইশত আশি) টাকা উদ্ধার করে পুলিশ।
কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ জানান, আরএমপির সুযোগ্য মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে নিরাপদ ও অপরাধ মুক্ত নগরী গড়তে পুলিশ দিন রাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
এছাড়া কাশিয়াডাঙ্গা বিভাগের ডিসি স্যারের দিকনির্দেশনায় থানা এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে ও মানুুষের সেবায় অঙ্গীকারবদ্ধ কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় জুয়াড়িরা অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে গ্রেপ্তার করি।
তাদের বিরুদ্ধে থানায় জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।