বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নবাগত জেলাপ্রশাসক একেএম গালিভ খান উপজেলা পর্যায়ের কর্মকর্তা,জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্প্রতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ,নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আলী হোসেন শামিম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী শাহ মোহাম্মদ মুন্জুরুল হক, নাচোল সরকারী কলেজের াবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল খ.ম উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, আদিবাসী নেতা বিধান সিং। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুনি, নাচোল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব। মতবিনিময়সভায় রাস্তাঘাট, শিক্ষা, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস-নাশকতা ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়।