নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৩ জন মারা গেছেন। এদের সবাই করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।গতকাল রবি বার (৬ ফেব্রুয়ারি ) সকাল ৯টা থেকে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সকালে এসব তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ২ জন রাজশাহী ও ১ জন বগুড়া জেলার বাসিন্দা। পরিচালক আরও বলেন,মৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারীর রয়েছেন । তাদের মধ্যে ১ জনের বয়স ৬০ বছরের ওপরে। ২ জনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এদিকে ১৪৬ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩ জন। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন রোগী।