বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য অস্বভাবিক উর্দ্ধোগতির প্রতিবাদে ও নিয়মিত বাজার মনিটরিং এর দাবিতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী)
দুপুরে জাতীয় যুব জোট-জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যানারে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন সমাজতান্ত্রিক দল জাসদ।
মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ
সমাবেশে বক্তারা, বাজারের দব্যমূল্য বৃদ্ধির অসাধু সিন্ডিকেট ভেঙ্গে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো সহ পন্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।বিশেষ করে সামনে রমজান মাসে যেন পন্যমুল্য সাধারন মানুষের কোন অসুবিধে না হয়।
এ জাতীয় আরো খবর..