বিডি ঢাকা অনলাইন ডেস্ক: ১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া
বিওপির হাবিলদার মোঃ আনিচুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া নামক স্থানে টহল
চলাকালীন আনুমানিক ২১৩০ ঘটিকার সময় ০২ জন চোরাকারবারী ভারত হতে বাংলাদেশের দিকে আসতে
দেখে। টহল দল তাদেরকে ধাওয়া করলে ০১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। টহল দল
কর্তৃক বর্ণিত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগ হতে ১৮২৫ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।
আটককৃত ইয়াবা এর সিজার মূল্য-৫,৪৭,৫০০/- (পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত) টাকা।আটককৃত ইয়াবা
এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।