অনলাইন নিউজ : বন্ধুসহ ব্যক্তিগত প্রাইভেটকারে নেত্রকোণা হতে ঢাকায় আসছিলেন শশাংক কুমার সরকার রন্টু (৪১)। রাতের ফাঁকা রাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে হঠাৎ করেই সামনে থাকা দুটি ট্রাকের কারণে গাড়ি ধীরে চালাতে বাধ্য হন তিনি। আর ঠিক তখনই হঠাৎ করে রাস্তার দুই পাশ থেকে ১৩-১৪ জন ডাকাত দেশীয় অস্ত্র হাতে নিয়ে তাদের গাড়ীর চারপাশ ঘিরে ফেলে।
কথাগুলো কোন সিনেমা বা গল্পের নয় এবং চরিত্রগুলোও কাল্পনিক নয়। বরং গত ২৩ ফেব্রুয়ারি রাত ৩টা ৩০ মিনিটে এমনই এক ভয়াবহ ডাকাতির কবলে পড়তে হয় শশাংক কুমার সরকার রন্টু ও তার বন্ধুকে। এ সময় তাদের কাছে থাকা ৭৭ হাজার ৬০০ টাকা, ৬টি মোবাইল এবং ১টি স্বর্ণের আংটি ডাকাতি করা হয়। ঘটনায় মামলা দায়ের হয় টঙ্গী পূর্ব থানায়।
এ ঘটনার তদন্তে পুলিশ কমিশনারের নির্দেশে উপ-পুলিশ কমিশনার, অপরাধ(দক্ষিণ) বিভাগ এর তত্ত্বাবধানে এসি টঙ্গী জোনের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার একটি চৌকস টিম কাজ শুরু করে। সিসি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বিভিন্ন এলাকা হতে অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত ১০ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. রিমন (২০), নব খগেন্দ্রনাথ রায় (২২), আহাম্মেদ আলী (১৮), মো. সজিব হোসেন রাজা (২২), মো. জাহাঙ্গীর (২৯), মো. রনি(১৯), মো. হৃদয় (১৯), মেহেদী হাসান মিরাজ (১৯), মো. সাব্বির হোসেন (১৯) এবং মো. খন্দকার শাওন (২১)।এ সময় ডাকাতি করা ৩টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন। পুলিশ জানায়, ডাকাতদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, নারী নির্যাতন, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। ডাকাতরা বিভিন্ন সময়ে ঢাকা-ময়মনসিংহ রোডে গাড়ী আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে।
এ জাতীয় আরো খবর..