অনলাইন নিউজ : রাশিয়ার উপর এবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। এর ফলে রাশিয়ায় পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি অস্ত্র রফতানি বন্ধ করে দিবে সিঙ্গাপুর।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনীয়দের ক্ষতি করবে এমন কোনো অস্ত্র এবং আক্রমণাত্মক সাইবার অপারেশনে অবদান রাখতে পারে এমন ক্ষেপণাস্ত্রও রফতানি করবে না সিঙ্গাপুর।
যার মধ্যে রয়েছে- সামরিক পণ্য, ইলেকট্রনিক্স, কম্পিউটার এবং টেলিকমিউনিকেশন এবং তথ্য নিরাপত্তা সংক্রান্ত পণ্য।
সিঙ্গাপুরের সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি রাশিয়ার ভিটিবি ব্যাংক, ভিইবি আরএফ প্রমসভায়াজ ব্যাংক, ব্যাংক রোসিসহ প্রধান রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে লেনদেন এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ করবে।
দেশটি রাশিয়ান সরকার এবং সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়া এবং তাদের মালিকানাধীন যেকোন প্রতিষ্ঠানের লেনদেন বা তহবিল সংগ্রহের সুবিধা নিষিদ্ধ করবে।
সিঙ্গাপুর পরিবহন , টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে রাশিয়ার ডোনেটস্ক এবং লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে আর্থিক সেবা প্রদান নিষিদ্ধ করবে। ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারীদের যে কোনো লেনদেন নিষিদ্ধ করা হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
এ জাতীয় আরো খবর..