বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় মহড়ার আয়োজন করে জেলা প্রশাসন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হাতেনাতে আগুন থেকে রক্ষার বিভিন্ন উপায় শেখানো হয়। ভূমিকম্প হলে করনীয়, বাসাবাড়িতে আগুন লাগলে নেভানোর উপায়, গ্যাস সিলিন্ডার ও শরীরে আগুন লাগলে নেভানোর উপায় প্রর্দশনী করা হয়।
বালু এসময় অগ্নিকান্ড বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহসীন মৃধা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান,চাঁপাইনবাবগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ছাবের রেজা প্রামাণিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।