নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ব শত্রুতার জেরে পিয়ারা ও কলার বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর ইউপির মাড়কইল গ্রামে।
অভিযোগে জানাগেছে,নাচোল উপজেলার ফতেপুর ইউপির মাড়কইল গ্রামের ৩৮৫ নং দাগের ৭৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে বন্দোবস্ত মূলে ভোগদখল করে আসছে ফুলবাড়ি এলাকার আব্দুস কুদ্দুস এর ছেলে এমদাদুল হক। গত ছয় মাস পূর্বে এমদাদুল হক উক্ত ভোগ দখলীয় জমিতে ১০০ টি পিয়ারা, ১০০ টি কলা এবং ২০টি বরই এর গাছ রোপণ করে। উক্ত জমিতে গাছ গুলো ধীরে ধীরে বড় হতে থাকলে পূর্ব শত্রুতার জেরে গত ৮ই মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফুলবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে এন্তাজআলী ও তাঁর ছেলে মাসুদ আলী,খোকন আলী,সুলতান আলীর ছেলে নুহু আলম,পাহাড়পুর গ্রামের হাজ্জুল আলীর ছেলে আরিফুল ইসলাম,মাড়কইল গ্রামের কাদির আলী,সাইরুল আলী,সেতাবুর,আনোয়ার হোসেন,রাকিব আলী সহ আরো অঙ্গাতনামা ১০/১৫ জন ব্যক্তি ধারালো অস্ত্র সহ সন্ত্রাসী কায়দায় এমদাদুলের বাগানের সমস্ত গাছ কেটে ফেলে দেয়। পরে ঐদিন এমদাদুল জানতে পেরে বাগানে গিয়ে তাদের বাঁধা প্রদান করতে গেলে এমদাদুল কে বেধড়ক মারধর করে তারা।ঘটনার পরের দিন নাচোল থানায় একটি অভিযোগ দাখিল করে এমদাদুল হক।
এবিষয়ে ভুক্তভোগি এমদাদুল হক জানান,দীর্ঘ দিন ধরে বন্দোবস্ত মূলে আমার বাগানকৃত জমি ভোগদখল করে আসছি। কিন্তু পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার ভূমিদস্যুরা সন্ত্রাসী কায়দায় আমার পিয়ারা ও কলার বাগান কেটে ফেলে আমাকে মারধর করে। আমি ঘটনার তদন্ত করে সুষ্ঠ বিচার দাবি করছি নাচোল থানা পুলিশের কাছে।
এবিষয়ে নাচোল থানার ওসি মিন্টু রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,যারা অভিযোগ করেছে তার্ইা গাছ গুলো কেটে প্রতিপক্ষের উপরে চাপাতে চাচ্ছে।তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।