বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকার পাইলিং মোড়ে ১ নম্বর বিট পুলিশিং কার্যালয়ে এ সভা অনুুষ্ঠিত হয়। বিট পুলিশিং কর্মকর্তা আবদুল আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নিয়ামত খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান ও সাবেক যুবলীগ নেতা মেসবাহুল হক বাবুসহ অন্যরা। সভায় বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়।