অনলাইন নিউজ : ধর্ম অবমাননার কথিত অভিযোগে করা মামলায় কারাবন্দী মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত বিষয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের জামিন পেয়েছেন। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা দায়রা জজ ও দায়িত্বপ্রাপ্ত বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া তার জামিন মঞ্জুর করেন।
হৃদয় মন্ডলের জামিনের পক্ষে শুনানি করেন শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। সরকারপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী পল্টু। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
গত ২০ মার্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান ক্লাসে ধর্মীয় বিষয়ে হৃদয় মণ্ডলের বিভিন্ন কথোপকথন শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করে। ২২ মার্চ ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করে তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হৃদয় মণ্ডলকে আটক করা হয়। একইদিন ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিদ্যালয়ের অফিস সহকারী আসাদ।
এ জাতীয় আরো খবর..