রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: “যদিও মানছি দূরত্ব” তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও প্রযুক্তির শাখার সহযোগিতায় এক সেমিনার ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয় । অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমার সহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিরা বলেন প্রতিনিয়তই সবকিছু পরিবর্তন হচ্ছে আরে পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের সবাইকে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কাজ করে যেতে হবে। তার সাথে সাথে বাংলাদেশকে সকল দিকে প্রযুক্তি নির্ভর করার জন্য নতুন প্রজন্মকে অনেক বেশি গতিশীল করতে হবে তাহলে বাংলাদেশে একদিন ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিণত হবে। অতিথিরা আরো বলেন, পার্বত্য বান্দরবানকে প্রযুক্তির সাথে তাল মিলাতে হবে। তবেই বান্দরবান এগিয়ে যাবে। তাই দেশের উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।