কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার টেকনাফে ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারী রাসেলকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২৭ এপ্রিল) ভোররাত ৪ টারদিকে দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি টেকনাফ সাবরাং ইউপির সিকদার পাড়ার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ রাসেল। বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফের বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
তিনি জানান, গেল ২৪ মার্চ সেন্টমার্টিন থেকে ১লাখ পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাথ (আইস) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আইসের চালানোর সঙ্গে রাসেলের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি করা হয়। ওই ইয়াবা ও আইসের মামলায় বুধবার (২৭ এপ্রিল) ভোর ৪ টারদিকে টেকনাফ সদর ছোট হাবিবপাড়ায় বোনের জামাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ও দেশের বিভিন্ন থানায় মাদকসহ ডজনের উপরে মামলা রয়েছে। রাসেলকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, ইতোপূর্বেও দেশের বিভিন্ন গণমাধ্যমে রাসেলের ইয়াবাকাণ্ড নিয়ে একাধিকবার সংবাদ প্রচার হয়েছে। সেই থেকে রাসেল ‘ইয়াবাডন’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। পুরো এলাকাজুড়ে এখন ‘ডন রাসেল’ হিসেবে মানুষ তাকে জানে।
এ জাতীয় আরো খবর..