চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলা সীমান্তে বিজিবি’র দুটি পৃথক অভিযানে ১০ হাজার ২শ’ পিস ভারতীয় ইয়াবা, ৮শ’ গ্রাম হেরোইন, ২টি ধারাল অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ মঞ্জুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভোররাত ও গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিতিতে এসব অভিযান চালানো হয়। গ্রেফতার মঞ্জুর শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মৃত তৈয়বুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল নাহিদ হোসেন বলেন, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে শিংনগর সীমান্ত চৌকির একটি টহল দল মঞ্জুরের বসতবাড়িতে তল্লাশি অভিযান চালায়। অভিযানে বাড়ির বিভিন্ন স্থানে লুকানো ৮ হাজার ২শ’ পিস ইয়াবা ও দুটি ধারাল অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় মঞ্জুরকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
অধিনায়ক আরও বলেন, এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাখের আলী সীমান্ত চৌকির একটি টহল দল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের নদীর ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি মালিকবিহীন মোটরসাইকেল তল্লাশি করে ৮শ’ গ্রাম ভারতীয় হেরোইন ও ২ হাজার পিস ইয়াবা জব্দ হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয় শিবগঞ্জের আজমতপুর মোড়লটোলা গ্রামের জেনারুল ইসলামের ছেলে নাজিম আলী (২৫) ও একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে রাশেদুল (২৬)। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।